১৬ মাস পর খুঁজে পেলেন ডাঙা

Man washes up in marshall

Man washes up in marshall শুনে মনে হতে পারে কোনো সিনেমার কাহিনী আওড়াচ্ছি। কিন্তু বিশ্বাস করুন আর না-ই করুন, দিগভ্রান্ত হিসেবে ১৬ মাস প্রশান্ত মহাসাগরের নীল জলে কাটিয়ে অবশেষে ডাঙা খুঁজে পেয়েছেন এক মেক্সিকান। সম্প্রতি নৌকায় ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেছেন মার্শাল দ্বীপপুঞ্জের অধিবাসীরা। খবর গালফ নিউজের।

ভদ্রলোকের নাম জোসে ইভান। ২০১২ সালের সেপ্টেম্বরে এক সাথীকে নিয়ে এল সালভাদরের উদ্দেশে মেক্সিকো হতে নৌকা ভাসান প্রশান্ত মহাসাগরে।

কিন্তু কয়েক মাস না যেতেই দুজনের ঘোর কেটে যায়। খাবার-দাবারের পাশাপাশি তীরে পৌঁছানোর আশাও ফুরিয়ে যায়। তারপরও বেঁচে থাকার উদ্দেশ্যে পাখি, মাছ এবং কচ্ছপ খেয়ে কাটিয়েছেন দিন। সাগরে অথৈ জল আছে ঠিকই কিন্তু পান করার মতো নয়। তাই বাধ্য হয়ে পান করেছেন কচ্ছপের রক্ত।

সাগরের প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে কয়েক মাস আগে মারা পড়েন তার সাথী। বাকিটা সময় তিনি একাই ভেসে ছিলেন সাগরে।

মেক্সিকো হতে ১২ হাজার ৫০০ কিলোমিটার দূরে তাকে যখন খুঁজে পান মার্শাল দ্বীপপুঞ্জের অধিবাসীরা, তখন তার পরনে ছিল মাত্র অন্তর্বাস। আর ছিল মুখ ভর্তি দাঁড়ি এবং মাথা ভর্তি চুল।