সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

hatirjheelরাজধানীর হাতিরঝিল ও পোস্তোগলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

রাজধানীর হাতিরঝিলে  দুইটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে বাধন নামে এক কিশোর নিহত হয়েছে। মারাত্নকভাবে আহত হয়েছে ৩ মোটর সাইকেল আরোহী।

শুক্রবার দুপুরে হাতিরঝিলে মধুবাগ ব্রিজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাতিরঝিলের মধুবাগ ব্রীজে দুইটি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে নিহত হয় বাধন (১৬)।গুরুতর আহত অবস্থায় ৩ মোটরসাইকেল আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোস্তগোলায় অটো রিকশার সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  আল আমিন নামের একজন নিহত হয়েছে।