ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত

  • Emad Buppy
  • January 31, 2014
  • Comments Off on ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত
ashuganj ral pic

ashuganj ral picঢাকা-চট্রগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের পূর্ব পাশে যাত্রাপুর নামক স্থানে আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী (৮০২ নং) মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগির দুইটি চাকা লাইনচ্যূত হয়েছে। এতে করে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রামগামী ও ঢাকাগামী বিভিন্ন ট্রেন আখাউড়া, ব্রাক্ষণবাড়িয়া ও ভৈরব স্টেশনে আটকা পড়েছে।

খবর  পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন দুপুর সাড়ে ১২টায় আশুগঞ্জ ঘটনাস্থলে পৌছে উদ্বার কাজ শুরু করে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারছে্ন না কর্তৃপক্ষ।

আশুগঞ্জ রেল স্টেশন মাষ্টার আবদুল্লাহ ফারুক  জানান, আজ সকাল ১১টায় মালবাহী ৮০২ নং ট্রেনটি আশুগঞ্জ যাত্রাপুর নামক ¯হানে আসলে একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে করে রাজধানী ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে দুপুর সাড়ে ১২টা থেকে উদ্বার কাজ শুরু করেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২-৩ ঘন্টা সময় লাগতে পারে।