বিএনপি রাস্তায় থাকতে ভালবাসে তারা রাস্তাতেই থাকুক: শাহজাহান খান

  • Emad Buppy
  • January 31, 2014
  • Comments Off on বিএনপি রাস্তায় থাকতে ভালবাসে তারা রাস্তাতেই থাকুক: শাহজাহান খান
Narsingdi shahjahan
Narsingdi shahjahan
শাহজাহান খান

সম্প্রতি বর্তমান সরকারকে সঙ হিসেবে আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি আজকে সঙ হিসেবে জাতির কাছে চিহ্নিত হয়েছে। বিএনপি রাস্তায় থাকতে ভালবাসে, তাই তারা রাস্তায়-ই থাকুক।

শুক্রবার সকালে নরসিংদীর সাহেপ্রতাবে পরিবহণ মালিক-শ্রমিক এর যৌথ উদ্দ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান খান বলেন, বর্তমান সরকার নৌ পথকে আরও উন্নত করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে। ইতোমধ্যেই নৌ পথ খননের জন্যে মহা-পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম দ্রুত গতিতে চলছে।

আলোচনা সভা শেষে নৌ পরিবহন মন্ত্রী সাহেপ্রতাব এলাকায় নির্মাণাধীন জেলা ট্রাকস্ট্যান্ডের স্থান পরিদর্শন ও এর জন্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, জেলা প্রশাসক ওবায়দুল আজম, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, শ্রমিক নেতা এ এইচ এম জাহাঙ্গীর।

এএস