
৯ম এস্টো অলিম্পিয়ার্ড উপলক্ষে ফরিদপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তন হলে বাংলাদেশ এস্টোনোমিক্যাল এ্যাসোসিয়েশ ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ আয়োজিত এই এস্টো অলিম্পিয়ার্ড প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
প্রতিযোগীতা শেষে ফরিদপুর উচ্চ বিদ্যালয় হতে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
প্রতিযোগিতা উপলক্ষে কেন্দ্রীয় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়কারী মৈত্রী বর্মনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা কেএম কলেজের অধ্যক্ষ মুছায়েদ হোসেন ঢালী, অধ্যাপক ইফতেখার হোসেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ।
এস্টো প্রতিযোগিতায় প্রথমিকভাবে ফরিদপুর থেকে ২০ জনকে বাছাই করবে এবং পর্যায়ক্রমে সারাদেশ থেকে ২০ জনকে বাছাই করে রুমানিয়ায় আন্তর্জাতিক এস্টো অলিম্পিয়ার্ডে অংশ গ্রহণের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
কেএফ