মদন ও মোহনগঞ্জে হরতাল চলছে

hartal-netrokona

hartal-netrokonaআজ নেত্রকোনা জেলার মদন ও মোহনগঞ্জে বিএনপির ডাকে হরতাল চলছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে মৃতুদণ্ড দেওয়ার প্রতিবাদে বাবরের নিজ উপজেলা মোহনগঞ্জে শুক্রবার সকাল-সন্ধ্যা ও তার নিজ গ্রামের বাড়ি মদনে শুক্রবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয় স্থানীয় বিএনপি।

হরতালের সমর্থনে সকাল থেকে  রাস্তায় অবরোধ সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা। মদন থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

সকালে মদনে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে হরতাল সমর্থকরা। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি এম এ হারেছ, সাধারণ সম্পাদক এন আলম, আবু তাহের, আজাদ, সাঈফ আহমেদ সেকুল, আনোয়ার হোসেন রুকন প্রমুখ।

উল্লখ্যে, বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় বৃহস্পতিবার  লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। রায় ঘোষণার পরপরই এর প্রতিবাদে দুপুরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এবং হরতালের ডাক দেয়।

কেএফ