নরসিংদীতে অবৈধপথে মালয়েশিয়াগামী ১০ জন আটক

narsingdi

narsingdiনরসিংদীতে অবৈধপথে মালয়েশিয়া পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় এক দালালসহ ১০ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব বাসষ্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-দালাল রুবেল, মালয়েশিয়াগামী-উজ্জ্বল, সফিক, সাইফুল, আমির হোসেন, তোফাজ্জল হোসেন, হাবিব, অলিউল্লাহ, রুবেল ও উজ্বল মিয়া।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, একটি দালাল চক্র রায়পুরার বিভিন্ন গ্রাম থেকে ৮ জনকে কক্সবাজারের অবৈধ পথে মালয়েশিয়া পাচার করার জন্য মাইক্রোবাস যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাহেপ্রতাব এলাকা থেকে হাতে নাতে দালাল রুবেলকে ও মালয়েশিয়াগামীদের আটক করা হয়। এ ঘটনায় মালয়েশিয়াগামী রুবেলের পিতা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

সাকি/