দুই ঘণ্টায় চার শ কোটি টাকা লেনদেন

DSE-UP

ডিএসই সূচক ঊর্ধ্বমুখীঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই ঘণ্টায় চার শ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেলা সাড়ে বারটা পর্যন্ত লেনদেন হয়েছে ৪১০ কোটি ৯২ লাখ টাকা। লেনদেন হওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৭০ পয়েন্টে।

এই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯১ টির কমেছে ৬৫ টির এবং অপরিবতির্ত রয়েছে ২৮ টির।

চট্টগ্রাম ন্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসই সার্বিক সূচক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৩০ পয়েন্টে। লেনদেন হয়েছে ২০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭ টির কমেছে ৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

এমআরবি/