ঝিনাইদহে ইয়াবা ও হেরোইনসহ আটক ২

Jhenidah Arrest (

Jhenidah Arrest (ঝিনাইদহের শৈলকুপায় ২০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ২ যুবককে আটক করেছে পুলিশি। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মদনডাঙ্গা থেকে তাদের আটক করা হয়া।

আটককৃতদের মধ্যে সজিব শেখ কুষ্টিয়া হাউজিং এর মিলন শেখের ছেলে ও রতন আলী কোরবান আলীর ছেলে বলে জানা গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে একটি মাদক চক্র রওনা হয়েছে বলে জানা যায়। চক্রটি ধরতে বৃহস্পতিবার সকালে মদনডাঙ্গা এলাকার মহাসড়কে যানবাহন তল্লাসির সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় তাদের তল্লাসি করলে দুই যুবকের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাদের মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

কেএফ