খুলনায় ৪ ব্যাংক ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি

  • Emad Buppy
  • January 30, 2014
  • Comments Off on খুলনায় ৪ ব্যাংক ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি
khulna-map

khulna-mapখুলনার বটিয়াঘাটা উপজেলার ৪টি ব্যাংকের ব্যবস্থাপককে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান পরিচয় দিয়ে মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে এক চাঁদাবাজ। বুধবার দুপুর ১২টায় চাঁদাবাজ এ চাঁদা দাবি করে। পরে ব্যাংক কর্মকর্তাগণ ভীত হয়ে থানায় সাধারণ ডায়রি করেন।

জানা যায়, রূপালী ব্যাংক বটিয়াঘাটা শাখা ব্যবস্থাপক মোতালেব হোসেন মোল্লার নিকট বুধবার বেলা বারটার দিকে ০১৮৫৪২০৩৭৬৩ নম্বর থেকে তার ব্যক্তিগত ফোনে মহিউদ্দিন খান আলমগীর নামে এক ব্্যিক্তি ফোন দেয়।সে নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান বলে পরিচয় দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা পাঠিয়ে দেয়ার জন্য ০১৮৫৮১৩১৪৫১ বিকাশ নম্বরও দেয় সে। তার ১০/১২ মিনিট পর একই নাম্বার থেকে সোনালী ব্যাংক ব্যবস্থাপক হিরন্ময় বিশ্বাসের নিকট ১ লাখ, পূবালী ব্যাংক ব্যবস্থাপক মনিরুল আমীনের নিকট ৩ লাখ ও কৃষি ব্যাংক ব্যবস্থাপক তৌহিদুল ইসলামের নিটক ১ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে জীবননাশের হুমকী দেওয়া হয়।

বটিয়াঘাটা থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কেএফ