সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০

  • Emad Buppy
  • January 29, 2014
  • Comments Off on সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০
savar

savarসাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষে আহত হয় অন্তত ২০ জন।

জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে শিল্পাঞ্চলের নতুন পাড়া এলাকায় ফা এ্যাপারেলসের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। ২ মাসের বেতন বকেয়া রেখে গত ১৫ জানুয়ারি থেকে ওই কারখানাটিতে উৎপাদন বন্ধ করে দেয় মালিকপক্ষ। আর এ ঘটনায় অনেকদিন ধরে বিক্ষোভ করে আসছিল পোষাক কারখানার শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে মালিকপক্ষের কোনো সাড়া না পেয়ে বুধবার সকালে দুই শতাধিক শ্রমিক একজোট হয়ে কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কে প্রায় আধঘণ্টার মত যান চলাচল করতে পারেনি।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক এসপি মোস্তাফিজুর রহমান জানান, পোষাক শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এএস