
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রোকার হাউজগুলোকে নিয়ে “ডিএসই ব্রোকারস’ এসোসিয়েশন অব বাংলাদেশ” নামে এক সংগঠন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ডিএসই ও ব্রোকারদের মধ্যে একটি সভায় এ সিদ্ধান্ত হয়।
ডিএসইর সভাপতিকে আহব্বায়ক করে ১৫ সদস্যের একটি আহব্বায়ক কমিটি গঠন করতে তাকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হয় সভায়।
জানা যা্য়, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর অধীনে ব্রোকারদের একটি অ্যাসোসিয়েশন করার লক্ষ্যে ডিএসইর ট্রেক হোল্ডার ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিএসইর তথ্য ও গবেষণা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ বলেন, বাইরের সব দেশেই ব্রোকারদের একটি অ্যাসোসিয়েশন রয়েছে। এ লক্ষ্যে ডিএসই কর্তৃপক্ষ একটা অ্যাসোসিয়েশন করার সিদ্ধান্ত নিয়েছে।
এতে ব্রোকাররা তাদের নিজস্ব দাবি-দাওয়া এবং মতামত নিয়ন্ত্রক সংস্থার কাছে তুলে ধরতে পারবে।
সভায় সভাপতিত্ব করেন ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম টিটু।