জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা

  • Emad Buppy
  • January 29, 2014
  • Comments Off on জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা
Crsl

Crslজলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে খাদ্য নিরাপত্তা বলে মন্তব্য করেছেন বক্তারা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সিএসআরএল, গ্রো  অক্সফাম কতৃক আয়োজিত ‘লার্নিং শেয়ারিং ডায়ালগ’ শীর্ষক খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনে স্থানীয় সরকার পর্যায়ে নারী প্রতিনিধিদের ভূমিকা বিষয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা এমন মন্তব্য করেন।

এ সময় বক্তারা বলেন, অপরিকল্পনা মাফিক কলকারখানা তৈরি, যেখানে সেখানে বর্জ্য ফেলা, নদীর সংস্কার না করে নদী শোষণ করে ভরাট করার কারণে জলবায়ুর

পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। হুমকির মুখে পরে যাচ্ছে পরিবেশ। নদীগুলো শুকিয়ে খাল হয়ে যাচ্ছে আর খালগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এর সব প্রভাব পড়ছে

কৃষির ওপর আর কৃষির উপর প্রভার পড়া মানেই খাদ্য নিরাপত্তা ঝঁকিতে পড়া।

বক্তারা আরও বলেন, জলবায়ু নিয়ন্ত্রণে আমাদের কী করণীয় তা আমরা অধিকাংশ লোকই জানি না। এটা যে প্রতিরোধ করা যায় সেটা আমাদের ধারণার অনেকটা বাইরে থেকে

যায়।

তারা বলেন, শুধু নারী নয় সকল শ্রেণির মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এর সমাধান করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। শুধু আলোচনা, কমিটি

গঠন করলে হবে না, কাজ করতে হবে। প্রতিটি সদ্স্যকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তথ্য ব্যাংক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় বিভিন্ন নারী ইউপি সদস্যরা অভিযোগ করে বলেন, আমাদের সবক্ষেত্রে বঞ্চিত করে রাখা হয়। এছাড়া নানা বৈষম্যের শিকার হয়ে থাকি আমরা। নারী ইউপি

সদস্যরা তিন ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েও একজন পুরুষ সদস্যের সমান বেতন পান। এছাড়া পুরুষ সদস্যরা অনেক সময় নারী সদস্যদের সম্মানও করেন না।

বক্তারা পাইলট প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্যদের খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব

সম্পর্কে অবগত করা এবং স্থানীয় সরকারকে এ বিষয়ে প্রভাবিত করার সাথে সাথে অধিকার ভিত্তিক দাবি আদায়ে সোচ্চার করা হবে।

বেসরকারি সংস্থা সিএসআরএল, গ্রো ও অক্সামের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. জরিনা

আর খান, প্রিপট ট্রাস্টের নির্বাহী পরিচালক এ্যারোমা দত্ত, ইউএসএআইডির কর্মকর্তা জেরম সায়েন, পলিসি এন্ড এ্যাডভোকেসি অক্সফামের ম্যানেজার মনিশা

বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক মহাসিন আলী, সেকশন হেড সোস্যাল ডেভলপমেন্ট এন্ড ইকনমিক্স জাস্টিস, আজগর আলী সাবেরী প্রমুখ।

সভার শুরুতে জলবায়ুর ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জাকিয়া হক।

এসএস/এএস