
বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের নেতা কর্মীরা রাজধানীর খিলগাওয়ে কালো পতাকা মিছিল বের করা চেস্টা করেছে। এসময় বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানাসহ তিন নেত্রীকে আটক করে পরে আবার ছেড়ে দেয় পুলিশ।
বুধবার বিকেল তিনটায় রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় বিএনপির কর্মসূচি হিসেবে কালো পতাকা মিছিলের চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে।
তাদের আটক প্রসঙ্গে রামপুরা থানার ওসি জানান, আটকের কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১৯ দল ঢাকা মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা প্রদর্শন করে দশম জাতীয় সংসদ অধিবেশনের প্রতিবাদ জানাবে। তারই ধারাবাহিকতাই রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে কালো পতাকা সমাবেশ করার চেষ্টা করে ১৯ দল।
এমআর