ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ, চাঁদাবাজির প্রতিবাদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহীর সাধারণ ব্যবসায়ীরা। বুধবার বেলা ১১টায় সম্মিলিত ব্যবসায়ী সমাজের ব্যানারে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মহানগরীর ক্ষুদ্র ও সাধারণ ব্যবসায়ী ছাড়াও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন-পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকের নগরে পরিণত হয়েছে রাজশাহী। কাড়ি কাড়ি টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ইন্ধন যোগালেও কোনো নোটিশ ছাড়াই ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে। গত দুই মাসে অন্তত সাড়ে ৩ হাজার ফুটপাট ব্যবসায়ীকে উচ্ছেদ করে পথে বসিয়েছেন তিনি।
বক্তারা আরও বলেন, কিছু কিছু এলাকায় বোয়ালিয়া থানা পুলিশ চাঁদা আদায়ে দালাল নিয়োগের মাধ্যমে দৈনিক হারে টাকা আদায় করছে। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে আরএমপি কমিশনার ও বোয়ালিয়া মডেল থানার ওসির অপসারণের দাবি জানান।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, বীর মুক্তিযোদ্ধা শাজাহার আলী বরজাহান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি জিয়াউল হক, তালাইমারী ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আব্দুল মান্নান, রাজশাহী ফুটপাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ূব আলী তালুকদার। রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরিফ আলী, হড়গ্রাম বাজার ব্যবসায়ী সমিতির নেতা রজব আলী, উপশহর ব্যবসায়ী সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন, বেনেতি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহেশ চন্দ্র সরকার, বস্ত্র ব্যবসায়ী শ্রমিক সমিতির সভাপতি প্রদীপ কুমার প্রমুখ।
কেএফ