রাবি ‘ই’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ

ru

ruরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের স্মাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে  বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আনসার উদ্দিন ফল প্রকাশের কথা নিশ্চিত করেন।

আনসার উদ্দিন জানান, আগামি ১৩ ফেব্রুয়ারি বিজোড় রোল নম্বরধারী ১ হাজার ২’শ জন ও ১৪ ফেব্রুয়ারি জোড় রোল নম্বরধারী ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থীকে সক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আর ১৫ ফেব্রুয়ারি মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে যারা ৫০ নম্বর পেয়েছেন তাদের সকলকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

তিনি আরও জানান,  ডিন কমপ্লেক্স ভবনের নোটিশ বোর্ডে জোড় ও বিজোড় রোল নম্বরধারী  ৩ হাজার ৭০০ জন শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) তালিকা প্রকাশ করা হবে।