
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৭’শ ৩২জন প্রার্থীর মধ্যে প্রার্থীতা বাতিল হয়েছে ১১২ জনের।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানা জায়।
নির্বাচন কমিশনের করা তালিকা অনুযায়ী মনোনয়নপত্রের দাখিলের শেষদিন শনিবার ১৭’শ ৩২টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যার মধ্যে ৯৮টি উপজেলায় ১ হাজার ৬’শ ২০ জন প্রার্থীকে চুড়ান্ত করেছে কমিশন।
এর আগে নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা থেকে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে। ফ্যাক্স যোগে পাঠানোর পর রাতে নির্বাচন কমিশন এ তালিকা চূড়ান্ত করে।
উ্ল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে পুরুষ চেয়ারম্যান পদে ৬১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবে।