ঠাকুরগাঁওয়ে ফের বেড়েছে শীতের প্রকোপ

  • Emad Buppy
  • January 28, 2014
  • Comments Off on ঠাকুরগাঁওয়ে ফের বেড়েছে শীতের প্রকোপ

thakurgong_logoঠাকুরগাঁওয়ে আবারও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনে উত্তরের হিমেল হাওয়া এবং ঘনকুয়াশার কারণে শীত আরও জেঁকে বসেছে। শীতের কারণে সুর্যের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না।

জানা গেছে, ঘনকুয়াশা আর তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘর থেকে কেউ বের হচ্ছে না। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অসহায় হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো।শীতবস্ত্রের জন্য সাধারণ মানুষ ভিড় করছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে।

এদিকে তীব্র শীতের কারণে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সদর আধুনিক হাসপাতালে ৬৫ শিশু ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কেএফ