জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টের মুনাফা বেড়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ।কোম্পানির অর্ধ-বার্ষিকী (জুলাই ২০১৩ থেকে ডিসেম্বর) অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা যায়।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটি মুনাফা করেছে ২৯ লাখ ৯০ হাজার টাকা।যা আগের বছর একই সময় ছিল ২৮ লাখ টাকা।এছাড়া কোম্পানিটি এই বছর শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৮২ শতাংশ। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে প্রায় ৭ টাকা।
এছাড়া গত তিন মাসে কোম্পানিটি মুনাফা করেছে ৬ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় করেছে ৬৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় করেছে ৯৯ পয়সা।
এসএ /এমআরবি/