

শুরুটা ভালো হতে হতে ভালো হয়নি। অবিষেক হওয়া শামসুর রহমানকে নিয়ে একটা ভালো শুরুর ইঙ্গিত তিয়েও শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছেন তামিম। দলের ৩৫ রানের মাথায় আউট হন তিনি। তার নিজের রান তখন ৬। একবার জীবন পেয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি তামিম। সামিন্দা এরাঙ্গার বলে ডিপ ফাইন লেগে সুরঙ্গা লাকমলের হাতে ধরা পড় সাজ ঘরে ফেরেন তিনি।

তামিমের বিদায়ের পর উইকেটে মাত্র ৬ বল টিকেছেন মার্শাল আইয়ুব (১) । শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। এর পরই দেশের ৭১তম টেস্ট ক্রিকেটার শামসুর রহমান কিথুরুয়ান ভিতানাগের হাতে ধরা পরেন তিনি। তার আগে অবশ্য তিনি করে যান ৩৩ রান।
এর পরই লাকমলের খাটো লেন্থের বল পুল করতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন মুমিনুল হক (৬)। তখন ৪ উইকেটে ৭২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় টাইগাররা।
তবে দ্বিতীয় সেশনে টাইগাররা একটি ঘুরে দাড়াতে শুরু করেছে।সাকিব আল হাসানের অর্ধশত (৫৩) ও অধিনায়ক মুশফিকুর রহিম ৩৫ রানে প্রাথমিক চাপ কাটিয়ে উঠতে শুরু করেছে টাইগাররা।
টাইগারদের বর্তমান সংগ্রহ ৪ উইকেটে ১৪২ রান। পঞ্চম উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লড়ছেন সাকিব-মুশফিক।