মওদুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের

modud

modudদূর্ণীতি দমন কমিশনের (দুদক) করা গুলশান থানার একটি দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ব্যারিস্টার মওদুদ আহমেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালত দু’পক্ষের শুণানি শেষে এ নির্দেশ দেন।

নির্দেশে বলা হয়, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গুলশানে ১ বিঘা ১৩ কাঠার বেশি জমি ও একটি গাড়ি অবৈধভাবে বরাদ্দ দেয়ার অভিযোগে গত ডিসেম্বর মাসে মওদুদ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে এই মামলা করে দুদক। বাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা বলে জানা গেছে।

এমআর/