ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমরদী বাসষ্টান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত ও ১০ জন আহত হয়। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বরিশাল মুলাদি থানার চর লক্ষীপুর গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী (৩০)।
পুলিশ জানায়, বরিশাল মুলাদী থানা থেকে ফরিদপুর আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটির (বরিশাল-জ০৫-০০২৯) ভেতরে ও ছাদে শতাধীক ভক্ত জাকেরান ছিল।
বাসটি চুমরদী বাসষ্টান্ড এলাকায় আসলে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা থানা হাই-ওয়ে পুলিশ ও স্থানীয় জনতা হতাহতদের উদ্ধার করেন। ভাঙ্গা থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
সাকি/