
টানা চার কার্যদিবস ডিএসই মূল্যসূচক বাড়ার পর সোমবার সংশোধনে গেল। গত চার কার্যদিবসে ডিএসই মূল্যসূচক বেড়েছে ১৭৪ পয়েন্টের বেশি। এই দিন লেনদেন শুরু হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক কমেছে ১০ পয়েন্ট এবং সিএসই সূচক কমেছে ৬৮ পয়েন্ট।
বেলা সাড়ে বারটায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৪ হাজার ৭৪৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৬৭ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৪৮ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮ টির কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৩৩ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭ টির কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।
এমআরবি/