হিলিতে ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

hili

Dinajpur-hiliদিনাজপুর হিলি সীমান্ত এলাকায় ১০০ পিস ইয়াবাসহ ছবি বেগম (৫৫) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। আটকৃত ছবি বেগম হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী বলে জানা যায়।

রোববার বিকেল ৫টার সময় হিলি টেম্পু স্ট্যান্ড থেকে বিরামপুর যাওয়ার জন্য টেম্পুতে উঠে বসে। গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশ ছবিকে আটক করে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে হাকিমপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটি হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আহসান হাবিব নিশ্চিত করেছেন।

সাকি/