

রোববার দুপুরে হিলি সীমান্তের জিরো পয়েন্ট গেটে ভারতের ৬৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি সিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলীকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন ভারতের বিএসএফের ৯৬ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার সংগ্রাম বিশ্বয়াল।
হিলি সিপি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আতাহার আলী বলেন, এ ধরনের শুভেচ্ছা বিনিময় অব্যাহত থাকলে দু’দেশের মধ্যে সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে। এ সময় দু’দেশের সীমান্ত রক্ষীদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাকি/