ব্যাংক খাতের চমক

Rupali_Bank_logo

Rupali_Bank_logoগত কয়েকদিন ধরে ব্যাংক খাত চমক দেখিয়ে যাচ্ছে। সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার এই বছরের সর্বোচ্চ লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে।একই সাথে এই দিন ব্যাংক খাতের সর্বোচ্চ সংখ্যক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

রোববার সামিগ্রকভাবে বাজারে ৫৫ ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও ব্যাংক খাতে ৯০ শতাংশের দাম।

এদিন  ব্যাংক খাতের ৩০ টি ব্যাংকের মধ্যে ২৭ টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। একটির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে এবং দুইটি ব্যাংকের শেয়ারের দাম কমেছে।

গত কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার ব্যাংক খাতের ৯৬ দশমিক ৬৬ ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছিলো।

রোববার ব্যাংক খাতের রূপালি ব্যাংকের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে। এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ বা ৭ টাকা ৮০ পয়সা।

এমআরবি/