এমআই সিমেন্টের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ

  • mukto rani
  • January 26, 2014
  • Comments Off on এমআই সিমেন্টের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ

C-Ciment-sm20131224180410পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের এমআই সিমেন্টের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ। কোম্পানির অর্ধ-বার্ষিকী (জুলাই- ডিসেম্বর) প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটি মুনাফা করেছে ৩৩ কোটি ৫৫ লাখ টাকা। শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ২ টাকা ২৬ পয়সা। কোম্পানি আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ২৮ কোটি ৮১ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ১ টাকা ৯৪ পয়সা।

 

গত তিন মাসে কোম্পানিটি মুনাফা করেছে ১৬ কোটি ৯৬ লাখ টাকা এবং ইপিএস করেছে ১ টাকা ১৪ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ১৩ কোটি ১৭ লাখ টাকা এবং ইপিএস ৮৯ পয়সা।

 

এমআরবি/