ইজতেমায় বিপনীবিতান ও দোকানের স্টলগুলোতে অবৈধ বাণিজ্য

  • Emad Buppy
  • January 26, 2014
  • Comments Off on ইজতেমায় বিপনীবিতান ও দোকানের স্টলগুলোতে অবৈধ বাণিজ্য
Biswa-Ijtema

Biswa-Ijtemaবিশ্ব ইজতেমা উপলক্ষে গড়ে ওঠা বিপনীবিতান ও দোকানের স্টলগুলোতে অবৈধ বাণিজ্য চলছে। ইজতেমা প্রাঙ্গনের এই স্টলগুলো নিয়ন্ত্রণ করছে বর্তমান ক্ষমতাশীন দলের লোকেরা বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। বিশ্ব ইজতেমার পাশে গড়ে ওঠা এসব স্টলে ব্যবসা করতে আসা ব্যবসায়ীরা এসব কথা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, এখানে রাস্তার পাশে পরিত্যাক্ত খালি জায়গা দখল করে ক্ষমতাসীনরা দোকান ভাড়া দিচ্ছে। দৈর্ঘ ৫ হাত এবং প্রস্থ্য ২ থেকে ৩ হাতের পজিশনের জন্য ভাড়া দিতে হচ্ছে ১০ থেকে বিশ হাজার টাকা।

তিনি বলেন, হোটেলের পজিশনের জন্য দিতে হচ্ছে ৫০ থেকে ৮০ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, এবারের যে কেনা-বেচা জানি না বাড়ি থেকে টাকা এনে দোকান ভাড়া দিতে হয় কিনা।

তিনি আরও বলেন, রাস্তার সরকারি জায়গায় দোকানের জন্য সরকার দলীয় লোকদের অতিরিক্ত ভাড়া প্রদান করতে হচ্ছে।