আধা ঘণ্টায় লেনদেন একশো কোটি টাকা ছাড়িয়েছে

  • mukto rani
  • January 26, 2014
  • Comments Off on আধা ঘণ্টায় লেনদেন একশো কোটি টাকা ছাড়িয়েছে
DSE-UP

ডিএসই সূচক ঊর্ধ্বমুখীসপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন। লেনদেন শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে একশো কোটি টাকা। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১৩ কোটি ৯৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই সময়ের মধ্যে ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৩৬ শতাংশ বা ৬৪ পয়েন্ট। এই সূচক অবস্থান করছে ৪ হাজার ৭৬৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ১ দশমিক ২০ শতাংশ বা ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৮২ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৭১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

এমআরবি/