
সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিয়ারুপ উচ্চ বিদ্যালয়ে ২১তম জাতীয় টিকা দিবস ও হাম-রুবেলা ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শূন্য থেকে ৯ মাস এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব শিশুই এই টিকা নিতে পারে। তিনি গুজবে কান না দিয়ে এই টিকাদান কর্মসূচিকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জেলা সিভিল সার্জন ডা. নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন ভুঁইয়া বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন প্রমুখ।
কেএফ