মোহনপুর উপজেলায় মনোনয়নপত্র জমা ১৩ প্রার্থীর

rajshahi

rajshahiরাজশাহীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়পত্র দাখিলের শেষ দিন শনিবার বিভিন্ন পদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শনিবার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সহ-সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির এফএম ইসমাইল আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সামাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, ২৭ জানুয়ারি মনোনয়পত্র বাছাই করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। এ উপজেলায় ভোটগ্রহণ করা হবে ১৯ ফেব্রুয়ারি।

সাকি/