
ঝিনাইদহের হরিনাকণ্ডুতে ট্রলির চাপায় মোফাজ্জেল হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৬টার দিকে তার নিজ গ্রামের মাঠে সার ফেলতে যাওয়ার সময় তিনি মারা যান।
নিহত মোফাজ্জেল উপজেলার কুল্লাগাছা ভাতুড়ে গ্রামের ভোলাজ উদ্দিনের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, বিকেলে নিহত মোফাজ্জেল ও তার ছেলে ট্রলিতে জৈব সার বোঝাই করে মাঠের জমিতে নিয়ে যাচ্ছিল। মোড় ঘোরার সময় রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে ট্রলির চাকার নিচে চাপা পড়ে মোফাজ্জেল। এসময় স্থানীয়রা উদ্ধার করে হরিণাকুণ্ডু হাসপাতালে নেওয়ার সে পথে মারা যায়।