ভালো-মন্দ এক কাতারে

Meghna.pet-milkবৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)টপটেন লুজার তালিকা বিশ্লেষণে দেখা যায় ভালো এবং মন্দ দুই ধরনের কোম্পানির সংখ্যা সমান সমান। লুজার তালিকায় থাকা দশটি কোম্পানির মধ্যে পাঁচটি কোম্পানি ভালো মৌল ভিত্ত্বির অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির। আর বাকী পাঁচটি কোম্পানি দুর্বল মৌল ভিত্ত্বির অর্থাৎ ‘জেড’ এবং ‘বি’ ক্যাটাগরির।

লুজার তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টিউবসের শেয়ার দর ৫ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমে অবস্থান করছে তালিকার চতুর্থ স্থানে। এছাড়া পঞ্চম স্থানে থাকা প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ১৪ টাকা বা ৬ দশমিক ৯ শতাংশ,সপ্তম স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ৪ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৮৫ শতাংশ,নবম স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৮৭ শতাংশ এবং দশম স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৬ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৪৭ শতাংশ শেয়ার দর কমেছে।

অপরদিকে ‘জেড’ ক্যাটাগরির চারটি কোম্পানির মধ্যে তালিকার শীর্ষে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮০ পয়সা বা ৮ দশমিক ৯৯ শতাংশ,তৃতীয় স্থানে থাকা ইমাম বাটনের ৯০ পয়সা বা ৯ শতাংশ এবং ষষ্ঠ স্তানে থাকা শ্যামপুর সুগার মিলসের ১০ পয়সা বা ১ দশমিক ১১ শতাংশ শেয়ারের দর কমেছে।

আর তালিকার অষ্টম স্থানে থাকা ‘বি’ ক্যাটাগরির কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৭০ পয়সা বা ২ দশমিক ৮৫ শতাংশ।

 

এমআরবি/