
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও ডেনমার্ক যৌথভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানে সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত হান্নে ফুগালের সাক্ষাতের সময় তারা পরস্পর এ প্রতিশ্রুতি দেন।
এ সময় গভর্ণর দেশটিকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বানও জানান। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি এবং ব্যবসা প্রসারে কীভাবে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে।
এ ব্যাপরে বাংলাদেশ ব্যাংকের সচিবলায় বিভাগের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান অর্থসূচককে বলেন, সকালে ড্যানিশ রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পূর্বনির্ধারিত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে কীভাবে দুটি দেশ ব্যবসা-বাণিজ্য প্রসার করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। দুটি দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি পূরণে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।
ড্যানিশ রাষ্ট্রদূত ডেনমার্কে বাংলাদেশের ব্যবসা প্রসারের জন্য সব রকম প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ দুটির মধ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেটাও তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত।
বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরির ব্যপারে ড্যানিশ রাষ্ট্রদূতকে আশ্বাস দিয়েছেন গভর্ণর।