ফরিদপুরে সাত লক্ষাধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

  • Emad Buppy
  • January 23, 2014
  • Comments Off on ফরিদপুরে সাত লক্ষাধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

ফরিদপুর ম্যাপফরিদপুর জেলার নয়টি উপজেলার সাত লাখ ২৮ হাজার ৮৩৮ জন শিশুকে আগামি ২৫ জানুয়ারি হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এ উপলক্ষে জেলার তৃণমূল পর্যায়ে ৩ হাজার ৮৪৯টি কেন্দ্র থেকে ১২ হাজার ১৮৬জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী ওই দিন টিকা দেওয়ার কাজে নিয়োজিত থাকবেন।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সংবাদকর্মীদের অংশগ্রহণে এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় সভাপতি অতিরিক্ত সিভিল সার্জন ডা. গোলাম ফারুক বলেন, বাদ পড়া শিশুদের ১১টি স্থায়ী কেন্দ্র থেকে পরবর্তীতে এ টিকা দেওয়া হবে।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. নাসির আহমেদ ও শিশু বিশেষজ্ঞ ডা. খন্দকার আব্দুল্লাহ্ হিস সায়াদ টিকা দানের পরিকল্পনা ও সুফল বর্ণনা করেন।

কেএফ