ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদী গ্রাম থেকে ৩ হাজার ৬’শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার দুপুরে তাকে আটক করা হয়।
ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাকিরুজ্জামানের বাড়ীতে অভিযান চালিয়ে আলমীরা থেকে ২৭ টি কাগজের মধ্যে রক্ষিত ৩ হাজার ৬’শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় জাকিরুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়।
তত্বাবধায়ক নকুল চন্দ্র নন্দি জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১০ লক্ষ ৮৯ হাজার টাকা। তিনি আরো জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
আটককৃত জাকিরুজ্জামান নিজেকে মাদকসেবী দাবী করে জানায়, বিদেশ থেকে আনা ইয়াবাগুলো ফরিদপুর ও মাদারীপুর জেলার বিভিন্নস্থানে পরিবেশন করার কথা ছিল।
সাকি/