স্কিটি’র প্রশিক্ষণার্থীদের সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক

  • Emad Buppy
  • January 22, 2014
  • Comments Off on স্কিটি’র প্রশিক্ষণার্থীদের সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক
sme

smeক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) থেকে প্রশিক্ষণ নেওয়া প্রতিশ্রুতিশীল ও উদ্যোগী প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের বিজনেস প্ল্যান ও উদ্যোগ নিয়ে আলোচনা এবং তাদের করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এ সময় সভায় এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহা-ব্যবস্থাপক মো. মাসুম পাটোয়ারী সভাপতিত্ব করেন। এছাড়া প্রশিক্ষণার্থী, এসএমই উদ্যোক্তাগণসহ স্কিটির সদস্য এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে কয়েকজন উদ্যোক্তাকে প্রস্তুতি গ্রহণের পর যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং কয়েকজন উদ্যোক্তাকে যে ব্যাংকে তাদের একাউন্ট রয়েছে সে ব্যাংকে প্রেরণ করার সুপারিশ করা হয়েছে।

তাছাড়া এসএমই খাতকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ বিভাগের মহা-ব্যবস্থাপক মো. মাসুম পাটওয়ারী। বিজ্ঞপ্তি