
দিনাজপুরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাংচুর ঘটনার মামলায় সদর উপজেলার ইউপি সদস্য নাজিরসহ ১৮ দলের ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আগামি ২৯ জানুয়ারি চার্জশিটের শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ভাংচুর ও ক্ষতিসাধনের বিষয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুজ্জামান ৭৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক রয়েছে ৬৪ জন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ জন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল হক চৌধুরী উক্ত চার্জশিট শুনানি আগামি বুধবার ধার্য্য করেন।
কেএফ/সাকি