
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারহোল্ডার বা ট্রেকহোল্ডার কোটায় পরিচালক নির্বাচনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তাদের মধ্য থেকে চার পরিচালক নির্বাচিত হবেন।
জানা গেছে, এ পর্যন্ত আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আট জনের মধ্যে সাবেক সভাপিত রয়েছেন তিনজন। এরা হচ্ছেন- শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী ও খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা গোলাম রসুল। অন্য প্রার্থীরা হচ্ছেন- ডিএসইর বর্তমান সহ-সভাপতি ও জাহান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান, বর্তমান পরিচালক ও শহীদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন, রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রশীদ, দেশা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শামীম আফজাল, ডিএসই’র বর্তমান পরিচালক আহাম্মেদ রশীদ লালী এবং এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার ইকরাম ।