ঝিনাইদহে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • Emad Buppy
  • January 22, 2014
  • Comments Off on ঝিনাইদহে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
shitbosro bitoron

shitbosro bitoronঝিনাইদহের শৈলকুপায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে দুঃস্থ শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। এ সময় ১০০ শিশু শিক্ষার্থীদের মাঝে টুপিও বিতরণ করা হয়।

শৈলকুপা প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র প্রদানকালে অন্যদের  মাঝে উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার মো. মোহসিন, ঝিনাইদহ র‌্যাব-৬ এর স্কোয়াডন লিডার মো. ফয়সাল, শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ-সম্পাদক তাজনুর রহমান ডাবলুসহ সাধারণ-সম্পাদক দৈনিক গ্রামের কাগজের মাসুদুজ্জামান লিটন।

কেএফ