৪০টি নতুন বোয়িং বিমান কিনবে জেনারেল ইলেকট্রিক্স

  • syed baker
  • January 21, 2014
  • Comments Off on ৪০টি নতুন বোয়িং বিমান কিনবে জেনারেল ইলেকট্রিক্স

boeing and ge deal৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৪০টি নতুন বোয়িং বিমান কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক্স। প্রতিষ্ঠানটির বিমান শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
জেনারেল ইলেকট্রিক্স ক্যাপিটাল অ্যাভিয়েশন সার্ভিস(জিইসিএএস) জানায়, বোয়িং এর কাছ থেকে ৭৩৭-ম্যাক-৮ মডেলের ২০টি বিমান এবং পরবর্তী জেনারেশনের ৭৩৭-৮০০ মডেলের ২০টি জেট কিনবে জেনারেল ইলেকটিক্স। বর্তমান মূল্য তালিকা অনুসারে এই বিমানগুলোর মোট মূল্য প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার।
জিইসিএএস এর প্রধান নির্বাহী নরম্যান লিউ জানান, গ্রাহকদের কথা চিন্তা করেই আমরা জ্বালানি- বান্ধব এই সব বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই বিষয়টি খুব জরুরি।
উল্লেখ্য, জেনারেল ইলেকট্রিক্সের বৃহত্তম বাণিজ্য শাখা জিইসিএএস বিভিন্ন সংস্থাকে বিমান ভাড়া দিয়ে থাকে। বর্তমানে জিইসিএএসের মোট বিমানের সংখ্যা ১৮০০।