রাতে খালেদার সঙ্গে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

  • Emad Buppy
  • January 21, 2014
  • Comments Off on রাতে খালেদার সঙ্গে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
khaleda+grage-willcock

khaleda+grage-willcockবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেইগ উইলকক।

আজ মঙ্গলবার রাত আটটায় বেগম জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বেগম জিয়ার গণসংযোগ কর্মকর্তা শায়রুল কবির খান অর্থসূচককে এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, এই বৈঠকে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুজন মতবিনিময় করবেন। এছাড়া, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনেতিক দলগুলোর কী করণীয়  তা নিয়েও বৈঠকে আলোচনা হতেপারে।

এমআর/কেএফ