বিরামপুর ব্র্যাক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে

Bracদিনাজপুরের বিরামপুর উপজেলায় ব্র্যাক মঙ্গলবার হতদরিদ্র, ছিন্নমুল শীতার্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

ব্র্যাক কার্যালয়ে বেলা ১১টার দিকে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ। ব্র্যাক প্রগতি এলাকা ব্যবস্থাপক বাবুল আকতার, দাবী শাখার ব্যবস্থাপক জামিলুর রহমান, এইচ এমপিপি’র  উপজেলা ম্যানেজার রেজাউল করিম, ওয়াশ উপজেলা ম্যানেজার খালিদুর রহমান, বর্গাচাষী শাখা ব্যবস্থাপক হারুনুর রশীদ, এসসিডিপি শাখা ব্যবস্থাপক আজিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, এ অঞ্চলের শীতার্থ মানুষ অনেক। সরকারের পাশাপাশি বে-সরকারী সংস্থা ও সংগঠনগুলোকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য এগিয়ে আসার আহবান জানান।

সাকি/