বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীকে নানা বিশেষণ দেওয়া আবুল মাল আব্দুল মুহিত এবার খোদ সরকারি প্রতিষ্ঠানকে অপদার্থ হিসেবে আখ্যা দিলেন। এবার তার এই বিশেষ বিশেষণ পেল বাংলাদেশ বিমান।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী মুহিত সাংবাদিকদের বিমানের উড়োজাহাজ কেনা প্রসঙ্গে এ কথা বলেন।
তিনি বলেন, ‘শুরু থেকেই এটি একটি অপদার্থ প্রতিষ্ঠান।’ তবে এর জন্য তিনি বিমানকে পুরোপুরি দোষারোপ করেননি।
তিনি বলেন, ‘এর জন্য পুরো দোষ অবশ্য বিমানের না। রাতারাতি একে বদলেও ফেলা যাবে না।’
প্রসঙ্গত গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলেই ১০টি উড়োজাহাজের দাম নির্ধারিত হয়েছিল। কিন্তু কিন্তু এখন পর্যন্ত মাত্র দুইটি বিমান কেনা হয়েছে।
এদিকে নতুন উড়োজাহাজ কেনার জন্য প্রতিষ্ঠানটিকে ২৯ কোটি ডলার (দুই হাজার ২৬২ কোটি টাকা) দেওয়ার প্রস্তাব গতকাল সোমবার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানা তিনি।
তবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এর মতো দেশ থেকে উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সুদের হার, চুক্তি ইত্যাদি মিলিয়ে নানা ঝামেলা রয়েছে বলে স্বীকার করেন তিনি।