দেশে কার্যত কোনো বিরোধী দলই নেই: আসাদুজ্জামান রিপন

আসাদুজজ্মান রিপন

আসাদুজজ্মান রিপনদেশে কার্যত কোনও বিরোধী দলই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের আসামুজ্জামান রিপন বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনেক অপকর্মের হোতা। তার মুখে ভাল কথা মানে ভুতের মুখে রাম রাম নেওয়ার মত।

বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যে প্রহসনের নির্বাচন করে বর্তমান সরকার গঠন করা হয়েছে এ নির্বাচনে মানুষ ৯৫ শতাংশ মানুষ ভোটই দেয়নি।

এসময় তিনি সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপিকে নয় আগামি দিনে জনবিচ্ছিন্ন আ.লীগকেই খেসারত দিতে হবে।

দুদকের প্রতি অভিযোগ করে তিনি আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, যুবদল নেতা আসাদুল করিম শাহীন প্রমুখ।

এমআর/