
বোমা তৈরির নকশাসহ তিন পাকিস্তানি নাগরিককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। রোববার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমির কাছ থেকে এদেরকে আটক করা হয়।
আটক তিনজন পাকিস্তানি সংগঠন ‘তেহরিক-ই-তালেবানের’ সদস্য বলে ধারণা করছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির ম্যানুয়াল, সমরাস্ত্রের প্রশিক্ষণ সম্পর্কিত তথ্যাদিসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। তারা সবাই মায়ানমারের বংশোদ্ভূত বলে জানা গেছে।
সোমবার দুপুরে রাজধানী মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। তিনি আরও বলেন, আটককৃতদের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায় নি। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।
কেএফ