
তথ্য ফাঁসের ঘটনায় গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে দক্ষিণ কোরিয়ার তিনটি ক্রেডিট কার্ড কোম্পানি। সোমবার কেবি ককমিন কার্ড কোম্পানি, লোট্টে কার্ড কোম্পানি এবং ননঘাপ ব্যাংক এর কার্ড বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই ক্ষমা প্রার্থনা করা হয়। খবর ব্লুমবার্গ নিউজের।
সম্প্রতি এই তিন প্রতিষ্ঠানের ২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য অনাকাঙ্খিতভাবে ফাঁস হয়ে যায়। ফাঁসকৃত তথ্য গ্রাহকদের নাম, সামাজিক নিরাপত্তা নাম্বার, ফোন নাম্বার এবং ক্রেডিট কার্ডের মেয়াদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
বিবৃতিতে প্রতিষ্ঠানগুলো জানায়, এই অনাকাঙ্খিত ঘটনার জন্য গ্রাহকদের কাছে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
কেবি কমকিন এর প্রধান নির্বাহী শিম জা বলেন, তথ্য ফাঁস সম্পর্কিত ঘটনায় আমরা নৈতিক ভাবে অনুতপ্ত এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই ঘটনায় ক্রেডিট কার্ড রেটিং প্রদানকারী কোরিয়া ক্রেডিট কার্ড ব্যুরোর এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ফাইন্যান্সিয়াল সুপারভাইসরি সার্ভিস।
সরকারি সংস্থাটি জানায়, ঐ কর্মকর্তা কার্ড কোম্পানিগুলোর সার্ভার থেকে গ্রাহক সংশ্লিষ্ট এইসব তথ্য চুরি করেন।