
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টস আন্তর্জাতিক হলে লিফটের নিচে চাপা পড়ে সোহেল রানা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সোহেল রানা ওই হলের পরিচ্ছন্নতাকর্মী বাবুল মুন্সীর ভাগ্নে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোহেল লিফটের নিচে চাপা পড়েন বলে তাকে নিয়ে হাসপাতালে যারা এসেছিলেন, তারা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এ ব্যাপারে বলেন, ‘ছয় তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে শুনেছি।’
সাকি/