
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার উপাচার্যের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। এ সময় ছাত্রলীগের প্রায় ২’শ নেতাকর্মী প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। এবং তারা অবিলম্বে ছাত্রলীগ নেতা-কর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক মাহমুদুর রহমান মাসুম। এ সময় তারা ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার না করা হলে ক্যাম্পাস অচল করারও হুমকি দেন।
এর আগে গত শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষা শেষে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নেতা-কর্মীদের নামে মামলা করার প্রতিবাদে ছাত্রলীগ এ বিক্ষোভ করছেন।
উল্লেখ্য, উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ গত বছরের ৪ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান।