১ লাখ ৩০ হাজার শিশুকে হামের টিকা দিবে রাসিক

  • Emad Buppy
  • January 19, 2014
  • Comments Off on ১ লাখ ৩০ হাজার শিশুকে হামের টিকা দিবে রাসিক
RCC

RCCআগামি ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০১৪ অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মহানগরীর প্রায় ১ লাখ ৩০ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইনটি শুরু করবে। ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে শনিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত উইপিএইচসিপি ট্রেনিং সেন্টারে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থার স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আবু বাক্কার কিনুর সভাপতিত্বে এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।

সভায় বক্তব্য দেন ডা. আনিসুর রহমান, শাহমখদুম মাদ্রাসার অধ্যক্ষ মওলানা শাহাদত আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা. সৈয়দ আসাদ আলী প্রমুখ। এই কর্মসূচি উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর হোসেন, ৫ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর শামসুননাহার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে টিকাদান কর্মসূচি সফল করার জন্য নগরবাসীদের আহ্বান জানান।

কেএফ